Cvoice24.com

এক ব্যক্তির ছোট্ট ভুল 
ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ২৮ জুলাই ২০২৪
ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

এক ব্যক্তির ছোট্ট ভুলের কারণে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় দাবানল। সর্বশেষ আপডেটে দেখা গেছে আগুনে ১৩৪টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চিকোর সংকীর্ণ একটি নালায় এক ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ওই গাড়ির আগুন থেকে দাবানলের সূত্রপাত হয়, যা এখন একটি বড় বিপর্যয়ে পরিণত হয়েছে।  অবশ্য পরবর্তীতে ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ।

শনিবার সকাল পর্যন্ত দাবানলে প্রায় ৩৫০,০০০ একর (১৪২,০০০ হেক্টর) এলাকা পুড়ে গেছে, এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহত্তম দাবানল। অঙ্গরাজ্যের অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ার এক্স-এ একথা জানিয়েছে।

দাবানলের কারণে ৪,০০০-এরও বেশি লোককে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) উত্তরে চিকো শহরের কাছে একটি বড় গ্রামীণ,পাহাড়ী এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ক্যাল ফায়ার বলেছে,‘অগ্নিনির্বাপকদের চরম অগ্নি পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।’

সংস্থা জানায়, এক ডজনেরও বেশি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি প্লেন সহ প্রায় ২,৫০০ কর্মীর প্রচেষ্টা সত্ত্বেও আপাতত এটির নিয়ন্ত্রণ ‘শূন্য শতাংশ’। ক্যাল ফায়ার শনিবার একটি আপডেটে বলেছে,‘খাড়া ভূখণ্ড এবং বাতাসের কারণে আক্রমনাত্মকভাবে দাবানল ছড়িয়ে পড়ে। পাহাড়ের ঢাল এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে চরম আগুনের বিস্তার ঘটছে।’ যদিও এই অঞ্চলে শীতল আবহাওয়া এবং উচ্চ আর্দ্রতা প্রত্যাশিত ছিল।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: