Cvoice24.com

টানা তৃতীয়বার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ২৯ জুলাই ২০২৪
টানা তৃতীয়বার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

টানা তৃতীয় মেয়াদের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। রবিবার (২৮ জুলাই) লাতিন আমেরিকার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। সোমবার (২৯ জুলাই) ভোরে ফলাফল প্রকাশ করা হয়। তাতে বিজয়ী হয় মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি। 

দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিলের (সিএনই) প্রধান এলভিস আমোরোসো জানান, গণনা করা ৮০ শতাংশ ভোটের মধ্যে ৫১ দশমিক ২০ শতাংশ পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরো আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী এদমুন্দো গনসালেস পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।

অন্যদিকে দেশটির নির্বাচনে ২ কোটি ১০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছে। এই নির্বাচনের মাধ্যমে ১১ বছর ধরে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো আবারও ক্ষমতায় আসেন।

২০১৩ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলায় অর্থনৈতিক ধস ঘটেছে। এ সময়ে জিডিপি ৭০ শতাংশ হ্রাস পেয়েছে এবং উন্নত জীবনের খোঁজে দেশ ছেড়েছেন প্রায় ৭৭ লাখ মানুষ।

হেক্টর এমিলিও ডি’আভিলিয়া নামের এক ভোটার বিবিসিকে বলেন, এই সরকার ভেনেজুয়েলাকে একটি মহান দেশ করার জন্য সমস্ত সুযোগ পেয়েছিল। কিন্তু পরিবর্তে আমরা কেবল দুর্দশাই পেয়েছি।

মাদুরোর ২০১৮ সালের পুনর্নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। এই নির্বাচনের ফলাফল তার পক্ষে না গেলে তাতেও কারচুপির আশঙ্কা ছিল। কারণ বিরোধীরা নির্বাচনের আগে অনেক বাধা অতিক্রম করেছেন। বিশেষ করে, তাদের নির্বাচিত প্রার্থী মারিয়া কোরিনা মাচাদোকে প্রার্থিতার ব্যাপারে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: