Cvoice24.com

কেরালায় ভূমিধস, নিহত বেড়ে ৪৩

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ৩০ জুলাই ২০২৪
কেরালায় ভূমিধস, নিহত বেড়ে ৪৩

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বড় এলাকাজুড়ে ভূমিধস হয়েছে। ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আটকা পড়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে কেরালার ওয়েনাড় জেলায় চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধসের ঘটনায় অন্তত ৪৩ জন মারা গেছেন। এ ছাড়া আরও শতাধিক মানুষ আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।  ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) সহ একাধিক সংস্থা মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন। তিনি এলডিএফ সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। 
 
এনডিটিভি বলছে, নরেন্দ্র মোদি বিজেপিপ্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীদের উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতে বলেছেন। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর সঙ্গেও কথা বলেছেন। সুরেশ কেরালার বিজেপির একমাত্র সংসদ সদস্য।
 
প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।
 
এর আগে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, সমস্ত সরকারি সংস্থার সদস্যরা উদ্ধার অভিযানে কাজ করছে। মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সরকারের মন্ত্রীরা এই সমন্বয় নিশ্চিত করবে।
 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: