Cvoice24.com

রাশিয়ায় ২২ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৭ মরদেহ উদ্ধার

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ২ সেপ্টেম্বর ২০২৪
রাশিয়ায় ২২ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৭ মরদেহ উদ্ধার

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) উদ্ধারকর্মীদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি ঘাঁটি থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয় হেলিকপ্টারটি। ২২ আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে এমআই-৮ টি মডেলের হেলিকপ্টারটি নিখোঁজ হয়। আরোহীদের মধ্যে ১৯ জন পর্যটক ও ৩ জন ক্রু ছিলেন। 

রবিবার সকালে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায় বলে জানিয়েছেন কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ। এক টেলিগ্রাম পোস্টে তিনি এ কথা জানান।

জরুরি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইভান লেমিকভ ধ্বংসাবশেষে এখন পর্যন্ত ১৭টি মরদেহ খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন। এখনও যারা নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। তবে রাশিয়ার সূদূর পূর্বাঞ্চলে এ ধরনের দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: