Cvoice24.com

ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলা 

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২৪
ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন হামলা 

ইউক্রেনজুড়ে ১১টি অঞ্চলে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়। তবে ইউক্রেনের বিমান বাহিনী বলছে, রাশিয়ার ছোড়া ৬৭টি দূর পাল্লার ড্রোনের মধ্যে ৫৮টি ভূপাতিত করা হয়েছে। 

রবিবার (৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী কিয়েভে পার্লামেন্ট ভবনের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

ইউক্রেনের বিমান বাহিনী বিবৃতিতে বলছে, ইউক্রেনজুড়ে ১১টি অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ইউনিট তৎপর ছিল। এতে আরও বলা হয়েছে, রাশিয়ার সীমান্তবর্তী দুই অঞ্চল থেকে শাহেদ ড্রোন ছোড়া হয়েছে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তাসংস্থা এপি ও রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের পার্লামেন্টের বাইরে রাস্তায় ড্রোনের ধ্বংসাবশেষের ছবি তোলা হয়েছে। 

টেলিগ্রামে দেওয়া পৃথক পোস্টে দেশটির একজন পার্লামেন্টারিয়ান জানিয়েছেন, এমনকি রাজধানী কিয়েভের পার্লামেন্ট ভবনের পাশেও ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ধ্বংসাবশেষের একটি টুকরা ভবনের প্রধান প্রবেশদ্বারের কাছে পড়েছিল। পার্লামেন্ট ভবনের কাছে মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অন্তত চারটি ধ্বংসাবশেষের ছবিও পোস্ট করেছেন তিনি।

কিয়েভের এতটা ভেতরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা একটি বিরল ঘটনা। শহরটি সোভিয়েত যুগের নেটওয়ার্ক এবং পশ্চিমাদের সরবরাহ করা বিমান প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে সুরক্ষিত। এ ছাড়া শহরের কেন্দ্রে অবস্থিত পার্লামেন্ট ভবনটিকে ইউক্রেনের সবচেয়ে সুরক্ষিত স্থানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ওই এলাকাতেই প্রেসিডেন্ট, মন্ত্রিসভা ও কেন্দ্রীয় ব্যাংকের দপ্তর রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, গতকাল শনিবার ভোরেও ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা আড়াই বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: