হাইতিতে গ্যাসবাহী ট্রাক বিস্ফোরণ, ২৪ জনের মৃত্যু
সিভয়েস২৪ ডেস্ক
আফ্রিকার দেশ হাইতিতে একটি গ্যাসবাহী ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরিত হয়ে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ৪০ জন। তবে নিহতদের কারও পরিচয় এখনো জানা যায়নি।
শনিবার (১৫ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম হাইতিতে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল ওই জায়গা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, গুরুতর আহতদের হেলিকপ্টারে করে বিশেষ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা ভয়ংকর এক ঘটনা প্রত্যক্ষ করলাম। আহতদের অনেকেই মারাত্মক জখম হয়েছেন।’
ঘটনস্থলে দ্রুত গিয়ে আহতদের অ্যাম্বুলেন্সর মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সরকার। আহতদের বেশিরভাগই পুরুষ। এ ছাড়া তিনজন নারী ও একজন শিশুও আছে।
এদিকে হাইতির বেসামরিক নিরাপত্তা সংস্থার প্রধান ইমানুয়েল পিয়েরে এএফপিকে জানিয়েছেন, মিরাগোয়ানে বিস্ফোরণে প্রায় ৪০ জন আহত হয়েছে, যাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘অনেক মানুষ আহত হয়েছেন। ট্রাকের কাছাকাছি যারাই ছিলেন পুড়ে গেছেন।’
প্রসঙ্গত, হাইতি বছরের পর বছর ধরে অস্থিতিশীলতায় জর্জরিত এবং এর রাজধানী কার্যত অপরাধী চক্র দ্বারা দখলকৃত। গম ৫ সেপ্টেম্বর শীর্ষ মার্কিন কূটনীতিক অ্যান্টনি ব্লিঙ্কেন দেশটি সফর করেছিলেন, এই সময় তিনি ৪৫ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেন পাশাপাশি নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।