Cvoice24.com

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ নিহত 

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৪
ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ নিহত 

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

তবে নাসরুল্লাহর নিহত হওয়ার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী আরও দাবি করেছে, হাসান নাসরুল্লাহ ছাড়াও আরও বেশ কয়েকজন হিজবুল্লাহর শীর্ষ নেতা এ হামলায় নিহত হয়েছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বৈরুতে নাসরুল্লাহর অবস্থানকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সূত্র : আলজাজিরা, বিবিসি 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: