Cvoice24.com

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
ইলেক্টোরাল ভোট : ট্রাম্প ২৩০, কমলা ১৮২ 

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ৬ নভেম্বর ২০২৪
ইলেক্টোরাল ভোট : ট্রাম্প ২৩০, কমলা ১৮২ 

মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে কে হতে যাচ্ছেন দেশটির পরবর্তী রাষ্ট্রপ্রধান? কমলা হ্যারিস, নাকি ডোনাল্ড ট্রাম্প - কাকে বেছে নেবেন আমেরিকার ভোটাররা? ইতোমধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

সবশেষ পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। ট্রাম্পের নির্বাচনী প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৮২টি ইলেকটোরাল কলেজ ভোট।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।  ন্যুনতম ২৭০ ইলেক্টোরাল ভোট পেলে প্রেসিডেন্ট পদ নিশ্চিত করতে পারবেন এই দুই প্রার্থীর একজন।

টেক্সাসে ৪০টি ইলেকটোরাল কলেজ ভোট আছে। এখানে ট্রাম্প জয়ী হয়েছেন। ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ৩০। এই অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন ট্রাম্প।

আরও যেসব অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প
লুজিয়ানা (৮), মিসিসিপি (৬), আলাবামা (৯), সাউথ ক্যারোলাইনা (৯), টেনেসি (১১), আরকানসাস (৬), ওকলাহোমা (৭), কানসাস (৬), মিজৌরি (১০), কেন্টাকি (৮), ওয়েস্ট ভার্জিনিয়া (৪), ওহাইও (১৭), ইন্ডিয়ানা (১১), আইওয়া (৬), উটাহ (৬), সাউথ ডাকোটা (৩), নর্থ ডাকোটা (৩), ওয়েমিং (৩), আইডাহো (৪), মন্টানা (৪)।

আরও যেসব অঙ্গরাজ্যে জয় পেয়েছেন কমলা 
 ক্যালিফোর্নিয়া (৫৪), নিউইয়র্ক (২৮), ভারমন্ট (৩), ম্যাসাচুসেটস (১১), মেরিল্যান্ড (১০), ডেলাওয়ার (৩), ইলিনয় (১৯), কলোরাডো (১০), ওরেগন (৮), ওয়াশিংটন (১২)।

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: