Cvoice24.com

বাথরুমে যাওয়ার কথা বলে বিয়ের আসর থেকে পালালেন কনে

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ৫ জানুয়ারি ২০২৫
বাথরুমে যাওয়ার কথা বলে বিয়ের আসর থেকে পালালেন কনে

একটু পরই বিয়ে। মায়ের সঙ্গে মন্দিরে আসে কনে। বধূ বেশে তৈরি হওয়ার জন্য দেওয়া হয় শাড়ি, সাজগোজের পণ্য ও অলংকার। শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এর মধ্যে বাথরুমে গিয়ে কনে হাওয়া। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। শুক্রবার (৩ জানুয়ারি) রাজ্যটির ভারোহিয়ার শিব মন্দিরে বিয়েটি আয়োজন করা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের সিতাপুরের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা পেশায় কৃষক কমলেশ কুমারের প্রথম স্ত্রীর মৃত্যু হলে তিনি আবার বিয়ের তোড়জোড় করেন। মধ্যস্থতাকারীকে ৩০ হাজার রুপি দিয়ে এক তরুণীর সঙ্গে তিনি বিয়ের কথাবার্তা পাকা করেন। গ্রামেরই এক মন্দিরে বিয়ের আয়োজন করা হয়েছিল। 

কমলেশ কুমার বলেন, ‘শুক্রবার কনে তার মায়ের সঙ্গে মন্দিরে আসে। আমিও পরিবারের সদস্যদের নিয়ে সেখানে যাই। তাকে শাড়ি, সাজগোজের পণ্য, অলংকার দেই। বিয়ের যাবতীয় খরচ হিসেবে অন্যান্য খরচও আমিই দিচ্ছিলাম।’

তিনি আরও বলেন, ‘যখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়, তখন কনে বাথরুমে যায়। অনেক ক্ষণ কেটে গেলেও তিনি না-ফেরায় সন্দেহ হয়। দেখা যায়, কনের সঙ্গে তার মা-ও উধাও। আমি আমার পরিবারকে আবারও গঠনের চেষ্টা করছিলাম। কিন্তু এরমাধ্যমে সবকিছু হারালাম।’

স্থানীয় পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র কুমার জানিয়েছেন, কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তাঁরা বিষয়টি তদন্ত করে দেখবেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: