রাশিয়ার সঙ্গে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি ইরানের
সিভয়েস২৪ ডেস্ক

প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরিসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ইরান। শুক্রবার (১৭ জানুয়ারি) মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
গত জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন মাসুদ পেজেশকিয়ান। তারপর বৃহস্পতিবার প্রথমবারের মতো রাশিয়া সফরে আসেন তিনি।
চুক্তি স্বাক্ষরের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, এ চুক্তির ফলে দু’দেশের মধ্যে সকল ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি বলেন, দু’দেশের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে তৈরি করা চুক্তিটি ইরান ও রাশিয়ার মধ্যকার সহযোগিতার পথকে উজ্জ্বল দিগন্তে চিত্রিত করবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, এ চুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর বাস্তবায়নের পথে কোনো বাধা না থাকে। আসন্ন কাস্পিয়ান সাগর শীর্ষ সম্মেলনে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাব অনুমোদন করে ডিক্রি জারি করলে ইরান ও রাশিয়ার মধ্যকার এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের পথ সুগম হয়।
অন্যদেশ সব খবর