ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু
সিভয়েস২৪ ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া স্বজনদের খুঁজে পাচ্ছেন না বহু মানুষ। এমন পরিস্থিতিতে মহাকুম্ভে অতিরিক্ত পুলিশ, আধা সামরিক বাহিনী, উদ্ধারকারী দলের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মৌনী অমাবস্যা উপলক্ষে বুধবার (২৯ জানুয়ারি) মহাকুম্ভে ‘অমৃত স্নান’ বা পুণ্যস্নান অনুষ্ঠিত হওয়ার কথা। সেই উপলক্ষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর রাত থেকে উপচে পড়া ভিড়। লাখ লাখ মানুষের ভিড়ে ধাক্কাধাক্কিতে পদদলিত হন বহু মানুষ।
হতাহতের পাশাপাশি পরিবার, আত্মীয়–স্বজন যারা একসঙ্গে পুণ্যস্নান করতে এসেছিলেন, পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তাঁরা। মাইকিং করে নাম ধরে ধরে ঘোষণা হচ্ছে, যাতে পরিজনদের খোঁজ পান পুণ্যার্থীরা। প্রিয়জনের খোঁজে হাসপাতালের বাইরেও জমা হচ্ছেন অনেকে।
ড্রোন ফুটেজে দেখা যায়, লাখ লাখ ভক্তরা কাঁধে কাঁধ মিলিয়ে ভোরের অন্ধকারে মহা কুম্ভমেলার সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে পবিত্র স্নানের জন্য আসছে। পদদলনের পরের ভিডিওতে দেখা যায়, নিহতদের স্ট্রেচারে তুলে নেওয়া হচ্ছে, অনেকে মাটিতে বসে কাঁদছেন, আর অন্যরা তীব্র ভিড় থেকে পালানোর চেষ্টা করার সময় ফেলে যাওয়া জিনিসপত্রের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন।
অফিসাররা জানিয়েছেন, প্রথম পদদলনটি রাত ১টার সময় অনুষ্ঠিত হয়েছিল, তবে সেই সময় কোনো দুর্ঘটনা ঘটেনি।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহে কয়েক কোটি মানুষ ‘অমৃত স্নান’ করেছেন। আজ কয়েক লাখ মানুষের ‘অমৃত স্নানে’ অংশ নেওয়ার কথা ছিল। এ উপলক্ষে লাখ লাখ তীর্থযাত্রী প্রয়াগরাজের সঙ্গমে স্নান করতে ভিড় জমিয়েছিলেন। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় মেলা কর্তৃপক্ষ। উত্তেজনার মধ্যে আচমকাই সেখানে পদদলিতের ঘটনা ঘটে। পদদলিতের ঘটনায় আজকের ‘অমৃত স্নান’ আয়োজন স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে মহাকুম্ভের পরিস্থিতির খোঁজ নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে যোগাযোগ রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবিলম্বে সহায়তামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্বের সবচেয়ে বড় মানবসমাবেশ এ হিন্দু উৎসবে গত দুই সপ্তাহে প্রায় ১৪৮ মিলিয়ন মানুষ অংশ নিয়েছেন। কর্মকর্তারা আশা করেছিলেন, এবার প্রায় ১০০ মিলিয়ন মানুষ এই পবিত্র স্নান করতে আসবেন, যেহেতু এটি একটি বিরল আকাশগঙ্গা অ্যালাইনমেন্টের কারণে সবচেয়ে শুভদিন, যা ১৪৪ বছর ধরে চলে আসছে।
প্রসঙ্গত, ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুসারে মঙ্গলবার ছিল মৌনী অমাবাস্যা। সনাতন ধনর্মাবলম্বীদের বিশ্বাস, এ তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও স্বরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে অশেষ পূণ্য অর্জিত হয়।
অন্যদেশ সব খবর