Cvoice24.com

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৯, ৯ আগস্ট ২০২২
রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

খাগড়াছড়ির রামগড়ের দক্ষিণ লামকুপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মুজিবুর রহমান সুমন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার  (৯ আগস্ট) বিকেলে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের দক্ষিণ লামকুপাড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইজারা গ্রহণ ব্যতীত ও কালবার্টের ১ কিলোমিটারের মধ্যে অবৈধভাবে খাল থেকে বালু উত্তোলন করায় বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ ও ধারা ১৫ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার  মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে জরিমানা করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়