Cvoice24.com

রামগড়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০২২
রামগড়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে অতিথিবৃন্দ।

খাগড়াছড়ির রামগড়ে ধর্মীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযুদ্ধা, হ্যাডম্যান-কার্বারী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টম্বর) সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। 

সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে রামগড় এক অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে সভায় বক্তারা বলেন, রামগড় সম্প্রীতির শহর। আমরা সকলে যদি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলি তাহলে আমাদের মধ্যে আর কোন ভেদাভেদ থাকে নয়। 

উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাশেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদের সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান, রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, ১নম্বর রামগড় ইউপির চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ২নম্বর পাতাছড়া ইউপির চেয়ারম্যান কাজী নরুল আলম আলমগীর, রামগড় কোট মসজিদের খতিব আক্তার হোসেন জিহাদী, কেন্দ্রীয় মসজিদের খতিব আবদুল হক,  রামগড় রামকৃষ্ণ মিশনের সভাপতি শিক্ষাবিদ রামেশ্বর শীল, বৌদ্ধ বিহারের সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যদ্রা মারমা, রামগড় ব্যাপ্টিস্ট চার্চ এর পালক ফিলিপ হালদারসহ প্রমুখ।

পরে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও পরিচয় পত্র বিতরণ করেন অতিথিরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়