Cvoice24.com

‘৩৩৩’ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেল রামগড়ের ১৬৬ পরিবার

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪, ৬ জুলাই ২০২১
‘৩৩৩’ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেল রামগড়ের ১৬৬ পরিবার

খাগড়াছড়ির রামগড়ে করোনাকালীন সময়ে ‘৩৩৩’ নম্বরে কল করে এ পর্যন্ত খাদ্য সহায়তা পেল উপজেলার বিভিন্ন এলাকার ১৬৬ দরীদ্র, অসহায়, প্রতিবন্ধী ও কর্মহীন মানুষ। 

খাদ্য সহায়তা পেয়ে খুশি এমন একজন বিবি আয়েশা জানান, আমি বিধবা-অসহায়, আমার পরিবারে রোজগার করার মত কেউ নেই। বেশ কিছু দিন ধরে খাবার কষ্টে জীবন যাপন করছি, উপায়ন্তর না দেখে একজনের পরামর্শে ওই নম্বরে কল করে সহায়তার আবেদন জানিয়েছিলাম। তবে এগুলো ফুরিয়ে গেলে কিভাবে দিন যাবে তা ভেবে পাচ্ছি না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী জানান, এ পর্যন্ত উপজেলার মোট ১৬৬টি পরিবার উক্ত নম্বরে কল করে খাদ্য সহায়তা চেয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। এর মধ্যে রয়েছে— চাল, ডাল, তেল, লবণ, মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. মাহমুদ উল্যাহ মারুফ জানান, ‘৩৩৩’ নম্বরে ফোন করলে বিষয়টিতে আমরা গুরুত্ব দেই। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যাচাই-বাচাই করে প্রকৃত অসহায়দের খাদ্য সহায়তা করা হয়। এটি একটি চলমান প্রক্রিয়া।

সর্বশেষ

পাঠকপ্রিয়