Cvoice24.com

মানিকছড়িতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইমাম আটক

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৯, ২৮ জুলাই ২০২১
মানিকছড়িতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইমাম আটক

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মক্তব পড়ুয়া ছাত্রীকে (১৪) শ্লীলতাহানির অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমামের নাম মাও. মো. ওয়াছি উদ্দীন (২৬)। সে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার চানপুর গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি গাড়ীটানা গরমছড়ি জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতেন। 

জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) গাড়ীটানাস্থ গরমছড়ি জামে মসজিদের ইমাম মাও. মো. ওয়াছি উদ্দীনকে মক্তব ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে ছাত্রী অপকটে তাদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি স্বীকার করে। শিক্ষার্থী আরও জানায়, হুজুর তাকে ম্যাসেজে প্রেমের প্রস্তাব দেয় এবং একাধিকবার শারীরিক সম্পর্ক করে। তবে ইমাম মো. ওয়াছি উদ্দীন ম্যাসেজের বিষয়ে স্বীকার করলেও শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেন এবং ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম জানান, এ ঘটনায় অভিযুক্ত ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়