Cvoice24.com

রামগড়ে দুর্গাপূজার প্রস্তুতি সভা

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৩, ৫ অক্টোবর ২০২১
রামগড়ে দুর্গাপূজার প্রস্তুতি সভা

খাগড়াছড়ির রামগড়ে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই সভায় দুর্গাপূজার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর, সংরক্ষিত মহিলা সদস্য ও কাউন্সিলর কণিকা বড়ুয়া, আনসার বিডিপি কর্মকর্তা নুর নবী, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন, শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রমোদ বিহারী, গর্জনতলী শ্রী শ্রী কাসন্তি মন্দির কমিটির সাধারণ সম্পাদক রিপন চন্দ্র নাথ, সাংবাদিক নিজাম উদ্দিন লাবলু, রতন বৈষ্ণব ত্রিপুরা, করিম শাহ সহ প্রমুখ।

এসময় সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজ নিজ মণ্ডপে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের সকল প্রস্তুতির কথা জানান। এ বছর রামগড় ২টি পূজা মণ্ডপে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়