Cvoice24.com

রামগড়ে তিনদিনে মনোনয়নপত্র নিলেন ৩ মেয়র ও ৩৫ কাউন্সিলর প্রার্থী

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৯, ৫ অক্টোবর ২০২১
রামগড়ে তিনদিনে মনোনয়নপত্র নিলেন ৩ মেয়র ও ৩৫ কাউন্সিলর প্রার্থী

রামগড় পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন মনোয়ন পত্র সংগ্রহ করেছেন। রোববার মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন থেকে আজ মঙ্গলবার পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রামগড় উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত মনোয়ন ৩৮ জন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ৯ অক্টোবর পর্যন্ত মনোয়নপত্র সংগ্রহ ও দাখিল প্রক্রিয়া চলবে। মনোনয়নপত্র বাছাই হবে ১১ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। 

উপজেলা সহকারী রির্টানিং অফিসার দেবাশিষ দাস জানান, তিনদিনে ৩৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এরমধ্যে ৩জন মেয়র পদে এবং বাকি ৩৫ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন। ৯ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১১ অক্টোবর এসব মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। 

 রামগড় পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮শত ৮৬ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৮শত ৬১জন  ও মহিলা ১০ হাজার ২৫ জন।

সর্বশেষ

পাঠকপ্রিয়