Cvoice24.com

রামগড় পৌরসভায় নৌকার বৈঠা উঠলো রফিকুল আলমের হাতে

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ৭ অক্টোবর ২০২১
রামগড় পৌরসভায় নৌকার বৈঠা উঠলো রফিকুল আলমের হাতে

রামগড় পৌরসভা নির্বাচনে দুই মনোনয়ন প্রত্যাশীকে প্ররাস্ত করে নৌকার বৈঠা পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামাল। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গেল ২৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ভোটগ্রহণ করা হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ আগামী ৯ অক্টোবর। মনোনয়রপত্র বাছাই ১১ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। 
 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়