Cvoice24.com

রামগড়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র আওয়ামী লীগের রফিক

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৭, ১৮ অক্টোবর ২০২১
রামগড়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র আওয়ামী লীগের রফিক

খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রফিকুল আলম কামাল। 

সোমবার প্রতীক বরাদ্দ শেষে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। একইসঙ্গে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডেও কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় মো. শামিমকে কাউন্সিলর হিসেবে ঘোষণা করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো. সাইদুর রহমান জানান, রামগড় পৌরসভার নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সম্পূর্ণ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহনের আগে একদিন মক ভোটের মাধ্যমে ভোটারদের ইভিএমের ব্যবহার শেখানো হবে। প্রার্থীরা নির্বাচনে আচরণবিধি মেনে যাতে প্রচারণা চালান, এবিষয়ে কঠোর ভাবে নজরদারি করা হচ্ছে এবং আইন প্রয়োগকারী সংস্থা বিশৃঙ্খল এড়াতে সার্বক্ষণিক নির্বাচনী মাঠে তৎপর রয়েছে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়