Cvoice24.com

রামগড়ে রেকর্ড পরিমাণ আমন ধানের চাষ

রামগড় প্রতিনিধি (খাগড়াছড়ি)

প্রকাশিত: ১২:১১, ৯ নভেম্বর ২০২১
রামগড়ে রেকর্ড পরিমাণ আমন ধানের চাষ

আমন ধান

কার্তিকের শেষ হতেই মাঠগুলো ছেয়ে গেছে সবুজ ধানে। আর কিছুদিন গেলেই কৃষকের ঘোলায় ধান উঠানোর প্রস্তুতি শুরু হবে। অন্যবারের চেয়ে এববার রেকর্ড পরিমাণ আমন ধানের চাষ হওয়ায় খাগড়াছড়িরর রামগড় উপজেলার কৃষকেরা আগে থেকেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গতবারের চেয়ে এবছর আমন ধানের চাষ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। এবার উপজেলায় আউস ধানে ২০০ হেক্টর ও আমন ধানে ২৩৬০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা ছিলো। যা উফশি জাতের আউস ধানে বেড়ে ২১০ হেক্টর ও আমন ধানে ২৩৬৫ হেক্টর  জমিতে ফসল উৎপাদিত হয়েছে । হেক্টর প্রতি গড়ে উৎপাদিত হয়েছে ২ দশমিক ৭ মেট্রিক টন। মোট উৎপাদিত হবে ৬ হাজার ৯শত ২১ মেট্রিক টন চাউল। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার কালাডেবা, সোনাইআগা, ফেনীরকুল, সদুকার্বারীপাড়া, নজিরটিলা, লামকুপাড়া, বলিপাড়া, লালছড়ি, নোয়াপাড়া, রুপাইছড়ি, পাতাছড়া, জরিচন্দ্রপাড়া, রসূলপুরসহ অনেক গ্রামে কৃষকেরা ধান কাটার প্রস্তুতি শুরু করেছেন।

এ ব্যাপারে পাতাছড়া গ্রামের কৃষক মমতাজ মিয়া জানান, এবার আমন ধান ভাল ফলন হয়েছে। এখন শুধুই ধান ঘরে তোলার প্রস্তুতি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রাশেদ চৌধুরী বলেন, অন্যবারের চাইতে এ উপজেলায় এবার আমনের চাষ ভালো হয়েছে। যা বিগত বছরের তুলনায় সর্বোচ্চ রেকর্ড। আমরা শুরু থেকেই কৃষকদের নানাভাবে সহায়তা করছি।


সিভয়েস/আরএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়