Cvoice24.com

খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৭, ১১ নভেম্বর ২০২১
খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ

ভোট দানের অপেক্ষায় থাকা মহিলা ভোটার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় তবলছড়ি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ চলাকালে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ভুঁইয়ার এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

ভোট কারচুপির অভিযোগ করে আবুল কাশেম ভুঁইয়া বলেন, কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল মারা হচ্ছে। আমার এজেন্ট বাধা দিলে প্রতিপক্ষের লোকজন মারধর শুরু করে। এর ফলে সংঘাতের সৃষ্ঠি হবে। প্রশাসন যদি এই বিষয়টি মাথায় রেখে সুষ্ঠু নির্বাচন না করে তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হোক। 

এদিকে কেন্দ্র এলাকায় প্রার্থীদের অবৈধ ক্যাম্প করার দায়ে দুই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো। 

এ সময় তিনি বলেন, নির্বাচন বিধিলঙ্ঘন করায় ২০১৩ সালেন আইন অনুযায়ী ২ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। কেউ যদি কোনো অন্যায় করে তাকে আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হবে হবে।

সিভয়েস/আরএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়