Cvoice24.com

খাগড়াছড়ির আট ইউপিতে নৌকার প্রার্থী হলেন যারা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫১, ২৪ নভেম্বর ২০২১
খাগড়াছড়ির আট ইউপিতে নৌকার প্রার্থী হলেন যারা

প্রতীকি ছবি

আগামী ২৬ ডিসেম্বর দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে খাগড়াছড়ির পার্বত্য জেলার ৩ উপজেলার ৮ ইউনিয়নে নৌকার প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ির লক্ষীছড়ি, মানিকছড়ি ও রামগড় উপজেলার ৮ প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। 

লক্ষীছড়ি উপজেলা: লক্ষীছড়ি ইউপিতে উষাজাই চৌধুরী, দুল্যাতলী ইউপিতে উচাইপ্রু মারমা, বার্মাছড়ি ইউপিতে নীলবর্ণ চাকমা। 

মানিকছড়ি উপজেলা: মানিকছড়ি সদর ইউপিতে শফিকুর রহমান ফারুক, বাটনাতলী ইউপিতে আবদুর রহিম, তিনটহরী ইউপিতে মো: আবুল কালাম আজাদ। 

রামগড় উপজেলা: রামগড় সদর ইউপিতে শাহআলম মজুমদার, পাতাছড়া ইউপিতে কাজী নুরুল আলম।

তফসিল অনুযায়ী, এই ধাপের নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়পত্র দাখিল করতে হবে আগামী ২৫ নভেম্বরের মধ্যে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বৈধ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে ৬ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়