Cvoice24.com

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন রামগড় পৌরসভা একাদশ

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৭, ১৮ মে ২০২২
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন রামগড় পৌরসভা একাদশ

খাগড়াছড়ির রামগড়ে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালক) ফাইনাল খেলায় রামগড় পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (১৮ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (অনূর্ধ-১৭) বালক টুর্নামেন্ট খেলার ফাইনাল ম্যাচে রামগড় ইউনিয়ন পরিষদ একাদশকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় রামগড় পৌরসভা একাদশ। 

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, খাগড়াছড়ি জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান, ২ নম্বর পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলমসসহ প্রমুখ। 

খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন শুভ ভৌমিক এবং সহকারী রেফারি ছিলেন দীপ দে ও সম্পদ বড়ুয়া। ধারা ভাষ্যকার ছিলেন হানিপ মিয়া। এছাড়া টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় ক্যাচিনো মারমা, সর্বোচ্চ খোলদাতা পারবেজ এবং ম্যান অব দ্যা ফাইনাল বাবু মারমা নির্বাচিত হন।

সর্বশেষ

পাঠকপ্রিয়