Cvoice24.com

রামগড়ে সয়াবিন তেল বিক্রিতে ওজনে কারচুপি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রামগড় প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:০৫, ২৩ মে ২০২২
রামগড়ে সয়াবিন তেল বিক্রিতে ওজনে কারচুপি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

খাগড়াছড়ির রামগড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রিতে ওজনে কারচুপির অপরাধে মো: মালেক হায়দার (৪০) নামে এক বিক্রয় প্রতিনিধিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। 

সোমবার (২৩ মে) দুপুরে পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারীর এস আমানত নামে একটি কোম্পানীর হেয়াকো ভূজপুর থানার পরিবেশক সুমন ট্রেডার্সের বিক্রয় প্রতিনিধি মো: মালেক হায়দার অটোরিক্সা যোগে রামগড়ের বিভিন্ন বাজারে ওজনে কম দিয়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৬ নম্বর ধারায় অভিযুক্তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার জানান, ওজনে কারচুপির অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়