Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

রামগড়ে পানিশূন্য গ্রামে বিজিবির টিউবওয়েল স্থাপন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ৬ জুলাই ২০২২
রামগড়ে পানিশূন্য গ্রামে বিজিবির টিউবওয়েল স্থাপন

খাগড়াছড়ির রামগড়ে পানিশূন্য একটি গ্রামের মানুষের পানির কষ্ট লাঘবে টিউবওয়েল স্থাপন করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটলিয়নের রামগড় জোন।

মঙ্গলবার (৫ জুলাই) উপজেলার আতারামপাড়ায় স্থাপনকৃত টিউবওয়েলটি উদ্বোধন করেছেন রামগড় জোন উপ-অধিনায়ক মেজর মো. মনিরুজ্জামান।

জানা যায়, সম্প্রতি স্থানীয় সূত্রে পানির কষ্টের কথা জানতে পেরে জেলার রামগড় উপজেলায় বসবাসরত পাহাড়ি এবং বাঙালি গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে রামগড় জোন সদরের পক্ষ থেকে ১ টি টিউবওয়েল আতারামপাড়া নামক স্থানে স্থাপন করা হয়। এর ফলে ঐ এলাকার অন্তত ১৫টি পাহাড়ি ও বাঙালি পরিবার উপকৃত হবেন। 

পাহাড়ি এবং বাঙালি গরীব ও দুস্থ জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য রামগড় জোনের (৪৩ বিজিবি) প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জোন উপ-অধিনায়ক।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়