সেফটিক ট্যাংকে মিললো বৃদ্ধের লাশ, মা-মেয়েসহ আটক তিন
রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়িতে ঘরের টয়লেটের সেফটিক ট্যাংক থেকে হাসান আলী নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার তবলছড়ি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাসান আলী একই এলাকার মৃত ছায়েদ আলীর ছেলে।
জানা গেছে, গতকাল পরিবারের সাথে ওই বৃদ্ধের ঝগড়া হয়। এরপর থেকেই থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে টয়লেটে লাশ পড়ে আছে এমন সন্দেহে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
তবলছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী, ছেলে ও তার মেয়ের জামাইকে আটক করা হয়েছে।