Cvoice24.com

রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

রামগড় প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:২৭, ১১ সেপ্টেম্বর ২০২২
রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানিয়েও কোন সমাধান মেলেনি। ফলে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা পড়েছে বিপাকে উদ্বিগ্ন অভিভাবকসহ বিদ্যালয় সংশ্লিষ্টরা।

জানা গেছে, ১৯৫২ সালে ৩ একর ২০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টি জাতীয়করণ হয় ১৯৬৮ সালে। বর্তমানে ৭শত শিক্ষার্থীর বিপরীতে ২৭জন শিক্ষকের মধ্যে ১৬ জন শিক্ষকের পদ শূন্য। মাত্র ১১জন শিক্ষক নিয়ে চলছে শ্রেনি কার্যক্রম। এরমধ্যে প্রধান শিক্ষকের পদে রয়েছে ভারপ্রাপ্ত শিক্ষক। নেই সহকারী প্রধান শিক্ষকও। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বাংলা ও ইংরেজি গুরুত্বপূর্ণ সর্বজনীন এই দুই বিষয়ে ৮ জন শিক্ষকের মধ্যে  আছেন ৪ জন। বাধ্যতামূলক গণিত বিষয়ে ৩টি ও জীববিজ্ঞানের ২টি পদই শূন্য। তাছাড়া ভূগোল, চারুকলা, কৃষিবিজ্ঞান, ধর্মীয় বিষয়ে শিক্ষকের পদ শূন্য পড়ে আছে। বিজ্ঞান বিভাগে শুধুমাত্র ভৌতবিজ্ঞানের ১জন শিক্ষক আছেন।
           
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, ‘ডিজি মহোদয়কে শিক্ষক স্বল্পতার বিষয়টি জানিয়েছি। দ্রুততম সময়ে এখানে শিক্ষক দেওয়া না হলে প্রত্যন্ত এলাকায় শিক্ষার মানোন্নয়ন করা কোন ভাবেই সম্ভব হবে না। অতিথি শিক্ষক দিয়ে আর কতটা শূন্যস্থান পূরন করা যায়?’
      
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু কাওসার বলেন, ‘লিখিতভাবে জানানোর পরও দেশব্যাপী শিক্ষক নিয়োগ দেওয়া হলেও এই বিদ্যালয়ে নতুন কোন শিক্ষক পোষ্টিং হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে আবারো জানানো হবে।’

রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা খোন্দকার মো. ইফতিয়ার উদ্দিন আরাফাত জানান, ‘শিক্ষক  স্বল্পতার বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবময় ভট্টাচার্য কে জানানো হয়েছে।’
 
রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগের পাশাপাশি স্থানীয় সাংসদের ডিও লেটার নিয়ে এখানে পর্যাপ্ত শিক্ষক পোষ্টিং পেতে প্রচেষ্টা চালাবেন।’

সর্বশেষ

পাঠকপ্রিয়