Cvoice24.com

হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের পাশে আটকা বিড়ালছানা, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২২
হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের পাশে আটকা বিড়ালছানা, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

রামগড়ে গাছের ঝুঁকিপূর্ণ স্থান থেকে বিড়ালছানাটি উদ্ধার করছে ফায়ার সার্ভিস

গাছের মগডালে আটকা পড়ে মিউ মিউ ডেকেই যাচ্ছিল বিড়ালছানাটি। এ নিয়ে গাছের নিচে অনেকগুলো মানুষের সমাগম ঘটলেও কেউ গাছে উঠে উদ্ধারে সাহস করছে না। কারণ তার পাশের রয়েছে হাইভোল্টেজ বৈদ্যুতিক তার। অগত্য কোন কিছু না ভেবে ফায়ার সার্ভিসের শরণাপন্ন হলে তারাই এসে উদ্ধার করলো আটকে পড়া বিড়ালছানাটি। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ির রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে রামগড়-খাগড়াছড়ি সড়কের পাশে সাহাদাত মেটালের সামনে এ ঘটনাটি ঘটে।

সাহাদাত মেটালের মালিক জানায়, দোকানে এসে গাছের উপর বিড়াল ছানার মিউ মিউ শব্দ শুনে উদ্ধার চেষ্টা করি কিন্তু বৈদ্যুতিক তার থাকায় ঝুঁকি না নিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস রামগড় স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন জানান, গাছের মগডালে বৈদ্যুতিক তারের পাশে আটকা পড়ে একটি বিড়ালছানা। মৃত্যুর ঝুঁকি আছে দেখে স্থানীয়রা উদ্ধার না করে আমাদের খবর দিলে স্থানীয় এক ছেলের সহযোগিতায় বিড়ালছানাটি বস্তায় ভরে উদ্ধার করি।

সর্বশেষ

পাঠকপ্রিয়