Cvoice24.com

মানিকছড়িতে সাপের কামড়ে নারীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ৫ জুন ২০২৩
মানিকছড়িতে সাপের কামড়ে নারীর মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়িতে বিষাক্ত সাপের কামড়ে আথুইবাই মারমা (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৪ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড তিনঘরিয়া পাড়ায় এঘটনা ঘটে। 

নিহত আথুইবাই মারমা ওই এলাকার ক্যজই মারমার স্ত্রী। 

প্রতিবেশীরা জানান, রবিবার দিবাগত রাতে মাটির ঘরের মেঝেতে পাটি বিছিয়ে ঘুমিয়ে পড়েছিলেন আথুইবাই মারমা। ঘুমের মধ্যে রাত দেড়টার দিকে বিষাক্ত একটি সাপ তাঁর (আথুইবাই) ডান কানে কামড় দেয়। মুহুর্তেই সাপের বিষ শরীরে সঞ্চারিত হয়। ওই সময় আহত আথুইবাইকে হাসপাতালে না নিয়ে স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা দেন স্বজনরা। পরে ভোররাতে তার মৃত্যু হয়।

স্থানীয় জনপ্রতিনিধি মানিক ত্রিপুরা বলেন, ঘটনার পরপরই আমি তাদের চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেই, কিন্তু তারা পরিবারের সিদ্ধান্তে গভীর রাত এবং যাতায়াতে অসুবিধার কারণে হাসপাতালে না গিয়ে বাড়িতেই কবিরাজি চিকিৎসা নেন এবং ভোর রাতে আথুইবাই মারা যান।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার বলেন, দুর্গম পাহাড়ে বসবাসরত মানুষকে আরও সচেতন হতে হবে। অন্যথায় এধরণের অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই থাকবে। পুলিশ নিহতের সুরতহাল পরিদর্শন করেছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়