১০ লাখ টাকার ভারতীয় মদ ওষুধ জব্দ রামগড় সীমান্তে
রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় সীমান্তে পৃথক দুটি অভিযানে দেশে আনার সময় চোরাকারবারিদের ধাওয়া করে ভারতীয় মদ ও ওষুধ জব্দ করেছে বিজিবি রামগড় জোনের সদস্যরা ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে দারোগাপাড়া থেকে ৫৪ বোতল ভারতীয় মদ ও ১২৫২ পিচ ভারতীয় বিভিন্ন কোম্পানির ওষুধ জব্দ করা হয়। জব্দ করা এসব মদ ও ওষুধের মূল্য প্রায় ৯ লাখ ৭৮ হাজার ২৭ টাকা। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতির টের পেয়ে মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
বিজিবি জানায়, বর্তমানে জব্দকৃত ঔষুধ সীতাকুণ্ড কাষ্টমর্স অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মদ ধ্বংসের জন্য ব্যাটালিয়নে জমা করা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম জানান, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।