Cvoice24.com

রামগড়ে সাবেক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৬, ৬ সেপ্টেম্বর ২০২৩
রামগড়ে সাবেক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে আতাউল করিম শিবলু (৩৮) নামে এক সাবেক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিবলু তৈছালপাড়া এলাকার বাসিন্ধা নুরুল করিমের ছেলে। তিনি রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও রামগড় পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। 

নিহতের বড়ভাই রেজাউল করিম ফোরকান বলেন, শিবলুর স্ত্রী ঢাকা ছিলেন। তাই রাতে দুই ভাই এক সাথে ভাত খেয়েছি। পরে সে নিজের ঘরে ঘুমাতে চলে যান। শিবলু কয়েক বছর মানসিকভাবে ভারসাম্যহীন বলেও জানান ভাই রেজাউল করিম।

রামগড় থানার এসআই শামসুল আমিন বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা করে মৃতদেহ খাগড়াছড়ি মর্গে পাঠিয়েছি।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়