Cvoice24.com

রামগড় সীমান্তে চিনিসহ পাচারকারী আটক

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ৬ সেপ্টেম্বর ২০২৩
রামগড় সীমান্তে চিনিসহ পাচারকারী আটক

খাগড়াছড়ির রামগড় সীমান্তে অভিযান চালিয়ে ১১ বস্তা ভারতীয় চিনি সহ ১ পাচারকারীকে আটক করেছে পুলিশ। ওই পাচারকারীর নাম মো. বাবু।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। বাবু রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের বাসিন্ধা মো. ইউসুফের ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি দল ফেনীরকুল বৈদ্য কালা মিয়ার বসতঘর তল্লাশি করে ঘরে জমা এসব ভারতীয় চিনি সহ অভিযুক্তকে আটক করা হয়। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পাচারকারী একটি সিন্ডিকেটের সদস্য। তাদের মূল হোতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: