Cvoice24.com

মাটিরাঙ্গায় বজ্রপাতে পথচারীর মৃত্যু

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২৩
মাটিরাঙ্গায় বজ্রপাতে পথচারীর মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বজ্রপাতে আরিফ হোসেন (১৮) নামে এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার(১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মানটিরাঙ্গা উপজেলার মুসলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আরিফ হোসেন ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত আরিফ মুসলিমপুরস্থ নীজ বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার সময় বাড়ির সামনে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়