Cvoice24.com

রামগড়ের সড়কে পড়ে ছিল অজ্ঞাত লাশ

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৮, ২ অক্টোবর ২০২৩
রামগড়ের সড়কে পড়ে ছিল অজ্ঞাত লাশ

খাগড়াছড়ির রামগড়ে ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ। সোমবার সকালে রামগড় উপজেলার বনবিথী ও যৌথখামার এলাকার মধ্যবর্তী রামগড়-জালিয়াপাড়া সড়কের ডান পাশে সড়কের উপর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। 

জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে সড়কটিতে এক অজ্ঞাতনামার লাশ দেখতে পেয়ে পথচারীরা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল পরীক্ষা করে লাশটি উদ্ধার করে। তবে লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি অজ্ঞাতনামা এক ভারসাম্যহীন ব্যক্তির। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: