তিন লাখ টাকা জরিমানা গুনলেন রামগড়ের ব্যবসায়ীরা
রামগড় প্রতিনিধি
রামগড়ে উপজেলা প্রশাসনের অভিযান।
খাগড়াছড়ির রামগড়ে পেঁয়াজের বাজারে দিনভর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কত্রিম সংকট, ক্রয় ও বিক্রয়মূল্যে গড়মিল পাওয়ায় ১২ দোকানি ও আড়তদারকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১১ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এই অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, পেঁয়াজসহ নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করার অপরাধে ‘কৃষি বিপনন আইন ২০১৮’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ ধারায় তাদের জরিমানা করা হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।