মাছ ধরতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবল যুবক
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই হ্রদে বড়শি দিয়ে মাছ শিকার করতে এসে হ্রদে ডুবে মারা গেলেন যুবক। শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় কাপ্তাই উপজেলার জেটিঘাট সংলগ্ন কাপ্তাই হ্রদে মাছ শিকার করার সময় ওই ব্যক্তি পানিতে পড়ে তলিয়ে যায়।
নিহত ব্যক্তির নাম মো. বাপ্পি (৩২)। তিনি চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার শওকত আকবরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪ নম্বর কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ‘বাপ্পী নামের ওই ব্যক্তি বেলা ১২টার দিকে কাপ্তাই লেকে মাছ ধরার সময় পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে জানালে আমি পুলিশ এবং ডুবুরি দলকে খবর দিয়েছি। এদিকে নৌবাহিনীর এক দল ডুবুরি বিকাল ৪টার দিকে লাশটি কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার করে।
এ বিষয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান বলেন,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।