Cvoice24.com

মামা মাছ ধরছিলেন, নদীতে ডুবল শিশু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০০, ১৮ এপ্রিল ২০২৪
মামা মাছ ধরছিলেন, নদীতে ডুবল শিশু

খাগড়াছড়ির পানছড়িতে মামার বাড়িতে বেড়াতে গিয়ে চেঙ্গী নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম সাদিয়া আক্তার (৯)। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার তার মামার বাড়িতে বেড়াতে এসেছিলো। সে ওই এলাকার শফিকুল ইসলামমের মেয়ে।

স্থানীয় ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি তার মামা ও মামাতো ভাই-বোনদের সাথে নদীতে যায়। এ সময় তার মামা মাছ ধরছিলেন ছেলেমেয়ে ও ভাগনী নদীর পানিত খেলা করছিলো। এক পর্যায়ে তারা ভাইবোন পানি পড়ে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আক্তারকে মৃত ঘোষণ করেন। 

এ ঘটনায় সানজিদা ইসলাম (৬) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও ইমরান হোসেন (১৩) কে প্রাথমিক চিকিৎসার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। 

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন,  বিষয়টি শুনেছি। পানিতে পরে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়