Cvoice24.com

রামগড়ে বিজিবির মাসিক সভা 

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ৩০ জুন ২০২৪
রামগড়ে বিজিবির মাসিক সভা 

খাগড়াছড়ির রামগড়স্থ বিজিবির রামগড় ব্যাটালিয়নে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৩০ জুন) সকালে ব্যাটালিয়ন সদরের ট্রেনিং শেডে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন।  এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌর মেয়র রফিকুল আলম কামাল, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন, থানার ওসি দেব প্রিয় দাসসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

সভার আলোচনায় রামগড়সহ এ অঞ্চলে আঞ্চলিক সশস্ত্র উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ ভূমি দখল, সীমান্ত সুরক্ষা, ইভটিজিং, মাদক চোরাচালান, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা বিষয় উঠে আসে। এসময় অধীনস্ত অঞ্চলে চাঁদাবাজি ও মাদক চোরাচালান প্রতিরোধ সহ শান্তি-শৃঙ্খলায় বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রাখার কথা জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: