খাগড়াছড়িতে পাহাড়ধসে যান চলাচল বন্ধ
সিভয়েস২৪ ডেস্ক

খাগড়াছড়ির সাপাহার এলাকায় পাহাড়ধসে চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়েছেন ওই সড়কে চলাচলকারী বাসিন্দা ও পর্যটকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি সরানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২ জুলাই) ভোর পাঁচটার দিকে এ পাহাড়ধসের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে হঠাৎ সাপাহার এলাকার সড়কের ওপর পাহাড়ের মাটি ধসে পড়লে সড়ক বন্ধ হয়ে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটকেরা।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা রাজেশ বড়ুয়া। তিনি জানান, ইতোমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কের মাটি সরানোর কাজ করেছেন। তাদের সহযোগিতা করছেন স্থানীয় লোকজন ও সড়ক বিভাগ। এক ঘণ্টা থেকে মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি- যোগ করেন এই কর্মকর্তা।
পাহাড় সব খবর