মাছ ধরতে গিয়ে চেঙ্গী নদীতে ডুবে কিশোরের মৃত্যু
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির খরস্রোতা চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে চার ঘন্টা পর মো. জিসান (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জিসান জেলা সদরের গঞ্জপাড়া এলাকার মো. মিজানের ছেলে।
শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শহরের বাসটার্মিনাল সংলগ্ন শান্তিনগর মাঝির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার মো. জমির উদ্দিন বলেন, খবর পেয়ে সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে রাঙ্গামাটি থেকে ডুবুরি দলকে আনা হয়। ডুবুরি দল প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
নিখোঁজ যুবকের সাথে থাকা মো. জাকির বলেন, জিসানসহ আমরা চারজন চেঙ্গী নদীতে পাথর থেকে মাছ ধরছিলাম। একপর্যায়ে জিজান গভীর পানিতে ডুবে যাচ্ছিলো আর বাঁচাও বাঁচাও বলে ডাকছিলো। আমরা তার কাছে আসতে না আসতেই সে পানিতে ডুবে যায়। অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি।