সিভয়েস২৪ প্রতিনিধি করিম শাহর বাবার ইন্তেকাল
সিভয়েস২৪ প্রতিবেদক
দেশের সবচেয়ে জনপ্রিয় আঞ্চলিক নিউজ পোর্টাল বৃহত্তর চট্টগ্রামের সিভয়েস২৪ডটকম (www.cvoice24.com) এর রামগড় প্রতিনিধি করিম শাহর বাবা আবুল হাশেম মেম্বার আর নেই। শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনাইসিভিডি) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬৫। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মরহুমের জানাজা খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
করিম শাহর বাবার মৃত্যুতে সিভয়েস২৪ পরিবার গভীর শোকাহত। ভারপ্রাপ্ত সম্পাদক মো. জুনায়েদ ইজদানী ও নির্বাহী সম্পাদক রশীদ মামুন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।