১ টাকায় ১৯ পণ্য!
রামগড় প্রতিনিধি
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ টাকায় বাজারের আয়োজন করেছে সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি ক্যান্টমেন্ট স্কুল মাঠে এই বাজারের আয়োজন করা হয়।
বাজার থেকে খাগড়াছড়ি সদর, পানছড়ি, মহালছড়ি, দীঘিনালাসহ বন্যাকবলিত প্রায় ৫০০ পরিবার নিজের পছন্দমত চাল, ডাল, তেল, ডিম, মাছ, মুরগিসহ ১৯ রকমের ক্রয় করে নিয়ে যায়। এর বাইরে ১০টি পরিবারকে ঘর ও কয়েক পরিবারকে গরু ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
এর আগে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল, সেনা কর্মকর্তা ও বিদ্যানন্দের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।