Cvoice24.com

খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, জেলা সদরে ১৪৪ ধারা

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১০, ১ অক্টোবর ২০২৪
খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, জেলা সদরে ১৪৪ ধারা

খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কক্ষে আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে নামে ওই শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের সংঘর্ষের কারণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, খাগড়াছড়িতে  টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহতের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে

সর্বশেষ

পাঠকপ্রিয়

: