Cvoice24.com

পাহাড়ে সংঘাত নিরসন চায় শান্তিকামী জনতা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ২১:৫৪, ৪ অক্টোবর ২০২৪
পাহাড়ে সংঘাত নিরসন চায় শান্তিকামী জনতা

পার্বত্যঞ্চলে জাতিগত সংঘাত নিরসন ও সকল জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) রাতে খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রাম ‘শান্তিকামী জনতা’র ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ৫ দফা দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রুত পার্বত্যঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনাসহ সকল জাতিগত ও সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণে ধর্ম, বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

দাবিসমূহ:
১.পার্বত্যঞ্চলে বসবাসরত সকল জাতি ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

২.সব ধরনের বিচার বহির্ভূত হত্যা বন্ধে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩.সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে সংগঠিত সকল বিচার বহির্ভূত হত্যা, দোকানপাট, বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় ভাংচুর, অগ্নিসংযোগে জড়িত সকল দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪.পার্বত্যঞ্চলে আবহমানকাল ধরে প্রচলিত শত শত বছরের জাতিগত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল দেশি-বিদেশি কুচক্রী মহলকে সামাজিকভাবে প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৫.পার্বত্যঞ্চলকে ঝুঁকিমু্ক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে এর সকল সীমান্ত এলাকায় সুরক্ষা বৃদ্ধি ও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করতে হবে।

অবিলম্বে উক্ত সকল দাবি বাস্তবায়ন করে পার্বত্যঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনার জোর দাবি জানিয়ে অত্রাঞ্চলের সকল জাতিগত ও সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণে ধর্ম, বর্ণ জাতি নির্বিশেষে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার পক্ষে মো. আমিনুল ইসলাম, হারিচুর রহমান রনি ও রাকিব হাসান মনি প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: