Cvoice24.com

মাটিরাঙ্গায় শান্তির কাউন্টারে ১১ কেজি গাঁজা, আটক ১

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৭:২৬, ২ নভেম্বর ২০২৪
মাটিরাঙ্গায় শান্তির কাউন্টারে ১১ কেজি গাঁজা, আটক ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে শান্তি পরিবহন কাউন্টারের সামনে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম নামে এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসব গাঁজা উদ্ধার করা হয়। 

আটক মো. জাহাঙ্গীর আলম দীঘিনালার মেরুং ইউপির বেতছড়ি বাসিন্দা। তিনি ওই এলাকার হযরত আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাভেলিং ব্যাগ ও একটি আপেলের কার্টুনে মাদক পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারের শান্তি কাউন্টারের সামনে এসআই শুভ্র দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি টিম তল্লাশি চালায়। এ সময় যাত্রীবেশে থাকা মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: