Cvoice24.com

দুর্নীতি-বাল্যবিবাহকে লাল কার্ড দেখালো রামগড়ের ৯০০ শিক্ষার্থী

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৪:২৩, ৩ নভেম্বর ২০২৪
দুর্নীতি-বাল্যবিবাহকে লাল কার্ড দেখালো রামগড়ের ৯০০ শিক্ষার্থী

দুর্নীতি, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়েছে খাগড়াছড়ির রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯০০ শিক্ষার্থী। রবিবার (৩ নভেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটির সহযোগিতায় রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। 

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। কমিটির সদস্য সাংবাদিক করিম শাহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন ও বিভিন্ন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতিকে না বলে লাল কার্ড প্রদর্শন করেন এবং সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতায় অঙ্গীকারবদ্ধে শপথ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। শেষে ফলজ চারা বিতরণ করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: