খাগড়াছড়িতে বজ্রপাতে প্রাণ গেল দুজনের
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়িতে আকস্মিক ঝড় ও বজ্রপাতে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে জেলার আলুটিলা ও মহালছড়ির সিঙিনালা এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ভোগীরণ ত্রিপুরা। তিনি আলুটিলার অচাই পাড়া এলাকার বাসিন্দা। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, বিকেলে ঝড়ের আগে বিভিন্নস্থানে ব্রজপাতের ঘটনা ঘটে। এ সময় আলুটিলার অচাই পাড়া এলাকায় ভোগীরণ ত্রিপুরা গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায়। এছাড়া মহালছড়ির সিঙিনালা এলাকায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়।
তিনি জানান, খাগড়াছড়ি বাস স্টেশনসহ বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে। কয়েকটি স্থান থেকে ভেঙে পড়া গাছ সরানো হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেশ কিছু গাছ ভেঙে গেছে সেগুলো সরানোর কাজ চলছে। এ ঘটনায় আহত হয়েছে একজন।