দীঘিনালার শিক্ষাপ্রতিষ্ঠানে তামাকবিরোধী সভা
দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে ধূমপান ও তামাকবিরোধী সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ নভেম্বর) দীঘিনালা উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, ‘তামাক চাষে ব্যাপক স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এ চাষে সরকারি প্রণোচনার সুযোগ নেই। কাজেই তামাক চাষ না করে সবজি, ফলমূল, ভুট্টা, আলু, সূর্যমূখী ও বাদাম চাষ করলে কৃষক লাভবান হবেন। তামাকজাত দ্রব্য উৎপাদন ও গ্রহণের ফলে শরীরে নানান ধরনের রোগ দেখা দিচ্ছে।’
এ সময় অন্যদের মধ্যে দীঘিনালা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ধর্মজ্যোতি চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ মাইনুদ্দীন, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি সোহেল রানা, উপজেলা উপ- সহকারি মেডিকেল কর্মকর্তা শিউলী চাকমা, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন মনি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।