Cvoice24.com

রামগড়ে ইয়াবাসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৪:২৫, ৮ নভেম্বর ২০২৪
রামগড়ে ইয়াবাসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে মো. নুরুন্নবী (৩৬) নামে ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে পৌরসভার দারোগাপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকবিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। ।

গ্রেপ্তার নুরুন্নবী রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড শ্মশানটিলা গ্রামের বাসিন্দা ধন মিয়ার ছেলে। 

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, ‘বৃহস্পতিবার রাতে দারোগাপাড়া ভাড়া বাসা থেকে নুরুন্নবীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগেও নুুরুন্নবীর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: