Cvoice24.com

দীঘিনালায় কীটনাশকযুক্ত মশারি বিতরণ করেছে ব্র্যাক

দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৮:২৬, ১০ নভেম্বর ২০২৪
দীঘিনালায় কীটনাশকযুক্ত মশারি বিতরণ করেছে ব্র্যাক

খাগড়াছড়ি দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবারকে কীটনাশকযুক্ত মশারি বিতরণ করেছে ব্র্যাক। রবিবার (১০ নভেম্বর) সকালে ইউনিয়নের পূর্ব থানাপাড়ায় এলাকায় ৫২০ পরিবারকে দুইটি করে কীটনাশকযুক্ত এ মশারি বিতরণ করা হয়। 

মশারি বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার। 

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র প্রোগাম অফিসার লেলিল চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা, পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারী অরুন চাকমা, ব্র্যাক স্বাস্থ্য সহকারী মো. লাকী বেগম প্রমুখ। 

ব্র্যাক কর্মকর্তা লেলিল চাকমা বলেন, ‘সরকার জাতীয় ম্যালেরিয়া নির্মূল প্রকল্পের এনজিও ব্র্যাকের সহযোগিতা কীটনাশকযুক্ত দীর্ঘ মেয়াদী মশারি বিতরণ করছে। এ মশারিগুলো ছায়াযুক্ত স্থানে ২৪ ঘণ্টা খুলে রাখার পর ব্যবহার করতে হবে।’

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. তনয় তালুকদার বলেন, মশাবাহিত রোগ থেকে রক্ষা পেতে অবশ্যই মশারি টানিয়ে ঘুমাতে হবে। আর শিশুদেরকে স্বাস্থ্য সুরক্ষায় টিকা দিতে হবে।’ 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: